Thu. Sep 18th, 2025
Advertisements

22kখোলা বাজার২৪, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬: ঝিনাইদহ সদরের আমতলা নামক স্থানে ইজি বাইকের সাথে চাদর পেচিয়ে তোরাব আলী (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছে। রোববার ভোর ৪ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত তোরাব আলী কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মিরপুর গ্রামের মৃত নজর আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক কবির হোসেন ঝিনেদার খবরকে জানান, কুষ্টিয়ার মিরপুর গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল শনিবার দুপুর ২ টার দিকে ইজি বাইকে যোগে ঝিনাইদহ জেলা কারাগারে এক আসামীকে দেখতে আসছিল তোরাব আলী। পথিমধ্যে ঝিনাইদহ জেলা সদরের আমতলা এলাকায় পৌছালে ইজি বাইকের চাকার সাথে তার গলায় থাকা চাদর পেচিয়ে গেলে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪ টার দিকে সে মারা যায়।