খোলা বাজার২৪, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে। রোববার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাব্যাপী চেষ্টার পর রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে টিনের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনার সময় বস্তির বেশিরভাগ বাসিন্দাই ঘুমিয়ে পড়েছিলেন।
রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, কী কারণে আগুনের সূত্রপাত তা তদন্ত করে জানা যাবে। এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
দমকল বাহিনীর সদস্য ছাড়াও ঘটনাস্থলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ উপস্থিতি ছিল।
এর আগে গত সপ্তাহে সাততলা বস্তির দুই কিলোমিটারের মধ্েয থাকা মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে কয়েক শ’ ঘর পুড়ে যায়।