
আপনার সঙ্গীকে পাঠানো মেসেজ যে অন্য কেউ পড়তে পারবে না, এ বিষয়টি কি আপনি নিশ্চিত? আধুনিক ইন্টারনেট ও মোবাইল ফোনভিত্তিক ব্যবস্থায় অধিকাংশ মেসেজই অন্য কেউ পড়তে পারে। আর এ অবস্থায় কী করা যেতে পারে মেসেজের নিরাপত্তায়? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
সম্প্রতি এডওয়ার্ড স্নোডেন বহু মেইল ও ডকুমেন্ট ফাঁস করে দিয়ে আলোচিত হয়েছেন। আর এর মূলে রয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তার ঘাটতি।
বিভিন্ন কারণে আপনার মেসেজের নিরাপত্তা ও প্রাইভেসি থাকছে না। এর মধ্যে অন্যতম হলো মেসেজটি যে সিগন্যাল ব্যবহার করে তা অন্যদের বোধগম্য হওয়া। আর এ সিগন্যালটি অন্যদের হাতে পড়লেই তা তারা পঠোদ্ধার করতে পারে।
সিগন্যাল
এক্ষেত্রে নিরাপদ থাকার কোনো উপায় কী নেই? এ বিষয়ে একটি সমাধানের কথা বলছেন ‘সিগন্যাল’ নামে একটি অ্যাপ। এ অ্যাপটি ব্যবহার করলে মেসেজের নিরাপত্তা বজায় থাকবে বলেই দাবি নির্মাতাদের।
এটি একটি এনক্রিপটেড মেসেজিং সার্ভিস। মূলত মেসেজটি ভিন্ন পদ্ধতিতে এনক্রিপশন হয়ে যাওয়ায় তা অন্যদের পাঠযোগ্য থাকবে না বলে দাবি করছেন অ্যাপটির নির্মাতারা।
ডাউনলোড লিংক-
অ্যান্ড্রয়েড – যঃঃঢ়ং://ঢ়ষধু.মড়ড়মষব.পড়স/ংঃড়ৎব/ধঢ়ঢ়ং/ফবঃধরষং?রফ=ড়ৎম.ঃযড়ঁমযঃপৎরসব.ংবপঁৎবংস্যংষ=বহ
আইওএস- যঃঃঢ়ং://রঃঁহবং.ধঢ়ঢ়ষব.পড়স/ঁং/ধঢ়ঢ়/ংরমহধষ-ঢ়ৎরাধঃব-সবংংবহমবৎ/রফ৮৭৪১৩৯৬৬৯?সঃ=৮