Mon. Sep 22nd, 2025
Advertisements

12খোলা বাজার২৪, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬:
আইপিএলে বড় নাম মুস্তাফিজ। বিপিএলের ন্যায় টি-টোয়েন্টি ফরমেটের বড় আসর আইপিএলও। ২০১৭ আইপিএল খেলতে ডাক পেয়েছেন ৫ টাইগার ক্রিকেটার। আইপিএলের গত আসরে মুস্তাফিজ ও সাকিব আল হাসান খেলেছেন।

দুই জনেই দুর্দান্ত খেলে আগ্রহ বাড়িয়েছেন বেশ। মুস্তাফিজ নিজের অভিষেকে কাটার ঝলকের কারণে সবার আগ্রহের কেন্দ্রতে। জাতীয় দলে অভিষেকের পরেই দুর্দান্ত খেলেন মুস্তাফিজ।
এ কারণে গত আসরে নিলামে তাকে নিয়ে হয় কাড়াকাড়ি। এবারও তাকে নিয়ে হচ্ছে কাড়াকাড়ি! এবার নিলামে সবগুলো দলই চাইবে কাটার বসকে দলে ভেরাতে। সেক্ষেত্রে তার দাম উঠতে পারে গেইলদের মতই আকাশছোঁয়া। গত আসরে পুনেসহ বেশ কয়েকটি দল মুস্তাফিজকে দলে নিতে চায়।
কিন্তু দল মালিকদের লড়াই শেষে সানরাইস হায়দারাবাদ পায় মুস্তাফিজকে। সে আসরে চমকে দেন মুস্তাফিজ। তাই মুস্তাফিজকে নিয়ে এবারও বিশেষ আগ্রহ।
এবার সাকিবের দল অনেকটা নিশ্চিত। তবে মুস্তাফিজ, তামিম, সৌম্য, তাসকিনদের তোলা হবে নিলামে।
জানা যায়, আইপিএলের আগামী আসরের নিলাম হবে ৯ ফেব্র“য়ারি বেঙ্গালুরুতে। ভারতের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় এই আসর শুরু হবে চলতি বছরের এপ্রিলের ৮ তারিখে।
আইপিএলের ৯ম আসরে পুনে ও রাজকোট নামে দুটি নতুন দল অংশ নেওয়ায় বাংলাদেশের ক্রিকেটাররা যেকোনো দল পেতে পারেন এমনটাই আশা করা যায়।