Mon. Sep 22nd, 2025
Advertisements

6kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোক প্রজ্বালন ও আলোর মিছিল হয়েছে। গতকাল সন্ধ্যার পর বিভিন্ন সংগঠন এ কর্মসূচি পালন করে।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোর মিছিল করেছে সাংস্কৃতিক ইউনিয়ন মৌলভীবাজার। এসময় ১মিনিট নিরবতা পালন করে সংগঠনটি। এসময় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে কথা বলেন ছাত্র ইউনিয়নের সভাপতি কামরুল হাসান মিজু। এছাড়া আলোর মিছিল করেছে উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদ ও সাংস্কৃতিক সংগঠন অরণী। পরে সংগঠনগুলো স্মৃতিসৌধে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্বালন করে। এছাড়া শহীদ বেদিতে আলোক প্রজ্জ্বালন করে সাংস্কৃতিক সংগঠন অরুনোদয় এবং চারণ। শহীদ মিনারে আলোক প্রজ্বালন করে প্রথম আলো বন্ধুসভা ।