Mon. Sep 22nd, 2025
Advertisements

12kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬: একসাথে পাঁচ হাজার মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণ করলো নড়াইলবাসী। শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারের পাদদেশে বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এসব মোমবাতি জ্বালানো হয়। জেলা প্রশাসনের সহযোগিতায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রেডক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন সংগঠনের আয়োজনে সূর্যাস্তের সাথে পশ্চিম আকাশে অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই জ্বালিয়ে দেয়া হয় পাঁচ হাজার মোমবাতি। কিছুক্ষণের মধ্যে শিল্পকলা একাডেমি চত্বরের শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এলাকায় অন্ধকার ভেদ করে আলোকিত হয়ে হঠে। ঘন্টাব্যাপী এই স্মরণানুষ্ঠান চলাকালে স্থানীয় শিল্পীরা দেশাত্মোবধক গান পরিবেশন করেন। মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএম গোলাম কবির, ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এস এ মতিন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাংবাদিক কার্ত্তিক দাস প্রমুখ। হাজারো দর্শক ঘন্টাব্যাপী অনুষ্ঠানটি উপভোগ করেন। প্রতিবছরই শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবসে স্মরণানুষ্ঠান চলে আসছে।