Sun. Sep 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬: 30
দেড়যুগ আগে অর্থাৎ ১৮ বছর আগে গান গাইতে মাইক্রোফোন হাতে নিয়েছিলেন বলিউড অভিনেতা আমির। ১৯৯৮ সালে ‘গুলাম’ ছবিতে অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ‘আতি ক্যায়া খান্ডালা’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আমির। ওটাই ছিল আমিরের গাওয়া প্রথম গান। এরপর আর এ লাইনে দেখা যায়নি তাকে।

দীর্ঘ ১৮ বছর পর আবারও ছবির জন্য গাইলেন তিনি। তাঁর পরবর্তী ছবি ‘দঙ্গল’র জন্য ফের গান গাইলেন নায়ক।
আমির ইতিমধ্যেই দঙ্গল এর গান ‘ধক্কড়’ রেকর্ড করেছেন এবং এই ভিডিও আগামী ১৮ ডিসেম্বর প্রথমবার দেখা যাবে একটি অ্যাওয়ার্ড শোতে। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
সেখানে আমিরকে এক জন র‌্যাপারের বেশেই দেখা যাবে। ওই ভিডিওর মাধ্যমে ‘দঙ্গল’ ছবিতে আমিরের দুই অনস্ক্রিন মেয়ে ফতিমা সানা শেখ এবং শানয়া মলহোত্রকে দর্শকদের সঙ্গে আলাপ করানো হবে।