Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬:

একাত্তরে ওরা করেছিল শোষণ আর শাসন
তাই তো জাতি এক হয়ে দিয়েছিল গর্জন,
অবশেষে হয়েছিল আমাদের বিজয় অর্জন।

তবে কেন আজো ও ভাই চলছে শোষণ আর শাসন
সাথে আছে যে চুরি-দুর্নীতি-লুটপাট আর গুম-খুন।
দেশটা যেনো হয়েছে আজ অপরাধের অভয়ারন
গণতন্ত্র ধ্বংস করে চলছে শুধু অপশাসন।
কতো মায়ের বুক খালি, সন্তানদের চোখে হা-হাকার
জাতি আজ বিপন্ন, ভূ-লুণ্ঠিত মানবাধিকার।

তাই তো আবার ভাবছে বসে দেশমাতৃকার জনগণ
আবারো এক হয়ে করতেই হবে সংগ্রাম-আন্দোলন,
তবেই হবে এই জাতির দ্বিতীয়বার বিজয় অর্জন।
লেখক: সাংবাদিক, কবি ও কলামিস্ট।