Sun. Sep 21st, 2025
Advertisements

33kখোলা বাজার২৪, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬: ভূঞাপুরে সারা দেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হয়েছে মহান বিজয় দিবস। ভূঞাপুর উপজেলা পরিষদের আয়োজনে ভূঞাপুর থানায় প্রত্যুষে ৩১বার তোপধ্বনি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলণ এবং সকাল ৮টায় বনাঢ্য র‌্যালি বের করে। ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মাঠে স্মৃতিসৌধে, শহীদ আ: কুদ্দুসের মাজারে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে অংশ নেয় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। সকাল ১০টা থেকে দেয়ালিকা প্রদর্শন, কুচকাওয়াজ, শারীরিক কসরত, ডিসপ্লে প্রদর্শন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থণার আয়োজন করা হয়। দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়। বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানর অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও মহল্লায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।