Sun. Sep 21st, 2025
Advertisements

40kখোলা বাজার২৪, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬: ঠাকুরগাঁও চিনিকলের ২০১৬-১৭ মৌসুমের ৫৯তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বৃহস্পতিবার বিকেলে চিনিকলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে নতুন মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, কেন্দ্রীয় আখ চাষি সমিতির সভাপতি ইউনুস আলী প্রমুখ। ব্যবস্থাপনা পরিচালক এনায়েত হোসেন জানান, চলতি মৌসুমে এই চিনিকলে ৯০ দিনে এক লাখ ১০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ হাজার ৯৭৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে ৭ দশমিক ২৫ ভাগ। তিনি আরো জানান, ঠাকুরগাঁও জেলায় এবার ১২ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে নয় হাজার ৭১০ একর জমিতে।