Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬: বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদান এবং দ্রুত মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জাতীয় করণের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী সদর উপজেলা শাখার সম্মেলনে এ দাবিগুলো জানানো হয়।

সম্মেলনে হরিনারায়রপুর উচ্চ বিদ্যায়য়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী সদর উপজেলা শাখার সভাপতি এ.বি.এম আবদুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ এম.এম আকাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিক।

সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা তাজুল ইসলাম, ভক্তি রঞ্জন ঘোষ, মাখন লাল দাস, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মহম্মদ রিয়াদের স্বাগত বক্তব্য শেষে কড়তালির মাধ্যমে অতিথিদের বরণ করেন নেন সম্মেলনে আগত জেলা সদরের বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।