Fri. Sep 19th, 2025
Advertisements

4kখোলা বাজার২৪, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬: দক্ষিণ চীন সাগরে ড্রোন ডুবোযান আটকের ঘটনায় চীনের ওপর বেজায় চটেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার এক টুইটবার্তায় চীনের এ আচরণকে ‘চুরি’ বলে আখ্যায়িত করেছেন তিনি।
টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘চীনকে বলতে চাই- চুরি করে নিয়ে যাওয়া ড্রোন আমাদের আর দরকার নেই। তোমরাই সেটি রেখে দাও।’
পেন্টাগনের তথ্যমতে, বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগর থেকে ড্রোন ডুবোযানটি আটক করে চীন। গবেষণা কাজে নিয়োজিত ড্রোনটির কাজকে চীন নিজ সমুদ্র এলাকায় যুক্তরাষ্ট্রের গুপ্তচরগিরি বলে অভিযোগ তুলে। যদিও দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে বেশ বিতর্ক ও উত্তেজনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টারের মুখপাত্র পিটার কুক এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে গবেষণা কাজে নিয়োজিত ড্রোন আটক একটি ‘বে আইনি দখল’ এর ঘটনা। আমরা এ ঘটনার তীব্রও নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছি।
অন্যদিকে চীনের তরফ থেকে ড্রোন ডুবোযান আটকের ঘটনায় বলা হয়েছে, নিরাপদ জাহাজ চলাচলের স্বার্থেই ডুবোযানটি আটক করা হয়েছে।
এ ডিভাইসের মাধ্যমে কী ধরনের কাজ করা হয়, তা এখন খতিয়ে দেখা হচ্ছে বলে শনিবার জানিয়েছে চীনের প্রতিরক্ষা বিভাগ।