Fri. Sep 19th, 2025
Advertisements

road-accident-bdখোলা বাজার২৪, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬: গাজীপুরের কালীগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যান উল্টে চালকসহ চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।
রোববার সকালে উ‍লুখোলা সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার এসআই গোলাম মওলা জানান।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বাতসাতড়া গ্রামের রেনু মিয়া (২৭), ফরিদ (৩০), ফরিদ (৩৫)।
নিহত আরেকজন পিকআপ ভ্যানের চালক বলে পুলিশ জানালেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।