Thu. Sep 18th, 2025
Advertisements
112323_55খোলা বাজার২৪, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬: বাংলাদেশ ক্রিকেটের । শুধু তাই নয় ২০১৫ সালটি পেসার বাঁহাতি মুস্তাফিজুর রহমানকে সবকিছুই দিয়েছে। এ বছরই নিজের ঝুলিতে অনেকগুলো সাফল্য পেয়েছিলেন তিনি।
আর সে জন্যই সার্চ ইঞ্জিন ‘গুগল’-এ সবচেয়ে বেশি খোঁজা হয়েছিল কাটার-মাস্টারকে। তবে ২০১৬ সালে তারই ধারাবাহিকতায় এবার সেরা পাঁচেও রয়েছেন হালের এই বোলিং বিস্ময়।
২০১৬ সাল শেষ হতে আর অল্প কিছুদিন বাকি। বছর শেষ হবার আগেই সে তালিকা প্রকাশ করেছে গুগল। সে তালিকায় বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান চতুর্থ স্থানে আছেন এবং বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আছেন পঞ্চম স্থানে।
আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন সার্চে শীর্ষে, এরপরেই আছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তালিকার তিন নম্বরে হিলারি ক্লিনটন।