Sat. Sep 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬: 46ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এনজিও,সিবিও,মিডিয়া প্রতিনিধিদের নিয়ে নেটওয়ার্কিং মিটিং করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় এমকেপি’র ইপিটিএএলজি প্রকল্পের আয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ সভা হয়। সভায় প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন এমকেপি’র ইপিটিএএলজি প্রকল্প সমন্বয়কারী নরুন্নাহার খান,গুড নেইবারস ম্যানেজার যোশেফ টুটুল বিশ্বাস,হোপ বাংলাদেশ কো অপারেটিভ চেয়ারম্যান বিষ্ণুপদ রায়,সূর্যের হাসি কিনিক ম্যানেজার ফারহানা আকতার, সাংবাদিক দীপেন রায়,এমকেপি’র পিএফ তৈয়বুর রহমান প্রমূখ।