খোলা বাজার২৪, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬: কোমলমতি শিশু শিক্ষার্থীদের স্কুলে ভর্তি করাতে সোমবার সকাল থেকেই রাজধানীর ভিকারুননিসা স্কুলের বেইলি রোড শাখায় অনুষ্ঠিত হচ্ছে লটারি।
এতে অংশ নিতে সকাল থেকেই প্রতিষ্ঠান প্রাঙ্গণে ভিড় জমান ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকরা। বাবা মার হাত ধরে স্কুলে আসে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ২০১৭ সালের প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে প্রতিষ্ঠানটির বেইলি রোডের মূল শাখায়।
আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শাখায় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। এরআগে গত বৃহস্পতিবার আবেদনের বাছাই তালিকা প্রকাশ করা হয়। সূত্র:সময় টিভি ও যমুনা