Mon. Sep 22nd, 2025
Advertisements

26kখোলা বাজার২৪, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬: মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলার লত্বদী ইউনিয়নের বাহার আলিফ (১৪) নামের এক স্কুল ছাত্রকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার আসামী ছেড়ে দেয়ার প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেটে মানবন্ধন, বিক্ষোভ মিছিল করেছে সহপাঠি ও এলাকাবাসী।

ঘন্টা ব্যাপি এই মানবন্ধনে আলিফ এর সহপাঠিসহ এলাকার নারী পুরুষ অংশ গ্রহণ করে। মানবন্ধনে অংশ গ্রহণ কারীদের দাবী ছেড়ে দেওয়া আসামীদের গ্রেফতার করতে হবে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আলিফের এলাকাবাসী জানায়, আমরা তিন আসমী ধরে পুলিশের হাতে তুলে দিলাম আর তারা পরে আসামীদের কি কারণে ছেড়ে দিলো তাও আমরা জানি না।

নিহতেন চাচা জহিরুল মুক্তি বলেন পুলিশ টাকার বিনিময়ে ৩ আসামিকে ছেড়ে দিয়েছে। বিক্ষোভে অংশগ্রহন কারীদের একটাই প্রশ্ন পুলিশ কেন ৩ আসামি কে ছেড়ে দিল?

এ সময় মানবন্ধনে উপস্থিত ছিলে জাতীয় মানবাধীকারের চেয়ারম্যান নজরুল ইসলাম তামিজি, কেয়াইন ইউনিয়নের চেয়ারম্যান আসরাফ আলী, সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান।

পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের আশ্বাসে মানবন্ধনটি সমাপ্ত হয়েছে।

উল্লেখ্য, নিহত বাহার আলিফের ক্ষত-বিক্ষত লাশ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে সিরাজদিখান থানা পুলিশ উদ্ধার করে। উপজেলার শেখ মীয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে পুলিশ।