খোলা বাজার২৪, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬: অর্থ সংকটে মামুনুর রশীদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের পড়াশোনা করা অনিশ্চিত হয়ে পড়েছে। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে। তাই পড়াশোনার খরচ চালাতে বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন মামুনুর।
মামুনুর রশীদের পারিবারিক সুত্রে জানা গেছে, চার ভাইবোনের মধ্যে মামুনুর সবার ছোট। বাবা সৈয়দ আলী ২০০৬ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর মা মর্জিনা বেওয়া গৃহিনী। সব বোনদের বিয়ে হয়েছে। বাবার মৃত্যুর পর মামুনুর অনেক কষ্টে পড়াশোনা করে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ১ম বর্ষে ভর্তি হয়েছেন মামুনুর। আগামী বছরের ২জানুয়ারী থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরু হবে। হোস্টেলে থেকে থাকা, খাওয়া ও পড়াশোনার খরচবাবদ প্রতিমাসেই টাকার প্রয়োজন রয়েছে। কিন্তু টাকা সংগ্রহ করার মত সামর্থ নেই তার। তাই পড়াশোনার খরচ চালাতে সমাজের বিত্তবান মানুষদের কাছে সহযোগিতা চেয়েছেন মামুনুর।