Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬: 57

ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তসলিমা নাসরিন। যার মানে অনেকটাই এ রকম, জীবনের ঝুঁকি নিয়ে তিনি লিখছেন। মানবাধিকার, নারীর অধিকার, বাক স্বাধীনতা, সমতাসহ বিভিন্ন বিষয়ে চার দশক ধরে তিনি লিখছেন। অথচ এ সবের বিনিময়ে শেষ পর্যন্ত বাংলার মানুষ কী ‘উপহার’ দিলেন তাকে!

স্ট্যাটাসটিতে মনে হচ্ছে, না পাওয়ার এক হা-পিত্যেশ গ্রাস করেছে যেন তসলিমা নাসরিনকে। তিনি আবার তার নাম লিখে গুগলে সার্চ করতেও বললেন।
সোমবার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি ছিল এরকম- ‘চার দশক লিখছি। বাংলায়। মানবাধিকার, নারীর অধিকার, বাক স্বাধীনতা, সমতা– ইত্যাদির জন্য। জীবনের ঝুঁকি নিয়ে। বিনিময়ে বাংলার মানুষ কী দিল আমাকে? নিষেধাজ্ঞা, ঘৃণা, কুৎসা। তসলিমা লিখে গুগল করলে প্রথম পাতায় কী আসে দেখুন।’
শুধুমাত্র তাই নয়। ফেসবুকে লেখিকা এ দিন এমনও বলেছেন, ‘উইকিপিডিয়াতে তো যার যা ইচ্ছে লিখে দিয়ে যায়।’
স্বাভাবিক ভাবেই লেখিকার বহু অনুরাগী তাদের মতামত ব্যক্ত করেছেন ফেসবুকে। ওই সব অনুরাগীর মধ্যে কেউ যেমন এই বিষয়টিকে পাত্তা না দেওয়ার জন্য বলেছেন। কেউ যেমন এমন না ভাবার কথা বলেছেন। তেমনই, কেউ আবার লেখিকার সঙ্গে সহমত পোষণ না করে, তার ব্যাখ্যাও দিয়েছেন।