Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬: সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের বাংলাদেশ ডোমেইন হ্যাকারের কবলে পড়েছে।

মঙ্গলবার সকাল থেকে গুগল ডটকম ডটবিডিতে (মড়ড়মষব.পড়স.নফ) সার্চ করতে গিয়ে সমস্যায় পড়ার কথা জানিয়েছেন বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা।
গুগল ক্রোম ব্রাউজার থেকে মড়ড়মষব.পড়স.নফ ব্রাউজ করতে চাইলে একটি কালো স্ক্রিনের উদয় হচ্ছে, যেখানে লেখা এড়ড়মষব ইধহমষধফবংয ঝঞঅগচঊউ নু ঞবধগ চধশ ঈুনবৎ অঃঃধপশবৎং।
ওই হ্যাকার নিজের পরিচয় দিয়েছেন ঋধরংধষ ১৩৩৭ হিসেবে। একটি ফেইসবুক আইডি ও হটমেইলের একটি আইডিও তিনি দিয়েছেন। নোটিসে তিনি লিখেছেন, ঝবপঁৎরঃু রং লঁংঃ ধহ রষষঁংরড়হ।
মড়ড়মষব.পড়স.নফ এর আক্রান্ত পৃষ্ঠার স্ক্রিনশটও ফেইসবুকে প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী।
এমনিতে বাংলাদেশ থেকে গুগলে প্রবেশ করতে চাইলে স্বয়ংক্রিয়ভাবে তা মড়ড়মষব.পড়স.নফ তে চলে যায়। সকাল ১০টার দিকে গুগল ব্রাউজ করতে গিয়ে হ্যাকারের ওই নোটিস দেখতে পাওয়ার কথা ফেইসবুকে জানিয়েছেন একজন ব্যবহারকারী।
সাড়ে ১০টার দিকে িি.িমড়ড়মষব.পড়স এর মাধ্যমে ব্যবহারকারীদের ব্রাউজ করার পথ করে দেওয়া হলেও মড়ড়মষব.পড়স.নফ তে তখনও ওই কালো স্ক্রিনের নোটিস দেখা যাচ্ছিল।
এ বিষয়ে জানতে চাইলে ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেজি অফিসার এবং তথ্য প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বলেন, “ইট হ্যাজ বিন কম্প্রোমাইজড। সাম হ্যাকার গ্রুপৃ তারা ক্লেইম করেছে যে হ্যাক করেছে।”
বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলাদেশ থেকে কেউ যখন কোনো ওয়্সোইটে প্রবেশ করতে চান, তখন তার সার্চ কোয়েরি বিটিসিএল এর গেটওয়ে দিয়ে যায়। বিটিসিএল এর ডিএনএস এন্ট্রিতে মড়ড়মষব.পড়স.নফ এর তথ্য কেউ রিডাইরেক্ট করে দিয়েছে। এর ফলে ব্যবহারকারীরা অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে ল্যান্ড করছেন।