Sat. Sep 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬: 30 নরসিংদী সদর উপজেলার ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদ। যার প্রায় বেশির ভাগ অংশ দখল করে শিল্পকারখানা ও বসতবাড়ি স্থাপন করেছেন প্রভাবশালীরা। দখল আর দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে পড়েছে নরসিংদীর ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদ। শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য ও অব্যাহত দখলে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও দায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না প্রশাসন। এক সময় নদী পথে ব্যবসা বাণিজ্যসহ জীবন যাত্রার মান উন্নয়নে বিরাট ভূমিকা ছিল নরসিংদী দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের। কিন্তু অপরিকল্পিত শিল্পায়নের ফলে দীর্ঘদিন ধরে শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে এই নদীতে। এসব বর্জ্যরে প্রভাব ও অব্যাহত দখলের কারণে এখন মরা খালে পরিণত হয়েছে, পাল্টে গেছে নদের চিত্র। পানি ধারণ করেছে কোথাও লাল, কোথাও আবার কালচে বর্ণ। এতে বিপন্ন নদীতে জীব বৈচিত্রের অস্তিত্ব। অভিযোগ রয়েছে গড়ে ওঠা বেশ কিছু বৃহৎ শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার, ইটিপি স্থাপন করা হলেও এসব চালু না রেখে অপরিশোধিত বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। পরিবেশ অধিদপ্তর বলছে, নদ দূষণ রোধে দায়ী কারখানাগুলোকে নিয়মিত জরিমানা করাসহ পর্যবেক্ষণে রাখার পরেও ঠেকানো যাচ্ছেনা নদী দূষণ। নদী দখলের কথা স্বীকার করে জেলা প্রশাসক জানালেন, নদী দখল বন্ধে দায়ীদের তালিকা তৈরি করে পাঠানো হবে নদী রক্ষা কমিশনে।