Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬: 40বর্ণাঢ্য শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে । ১৯৭১ সালের ২১ ডিসেম্বর দেশের সর্বশেষ অঞ্চল হিসেবে পাক হানাদার মুক্ত হয় এই জেলা। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকায় গিয়ে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। পরে ভবানীগঞ্জ এলাকায় অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ও নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খাঁন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, রফিকুল ইসলাম নান্টু, মোস্তাক আলী মুকুলসহ অন্যান্যরা। এছাড়া সেক্টরস কমান্ডারস ফোরাম-৭১ নাটোর হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।