Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬:62
এতোদিন সাদা দেয়ালে কালো হরফে সীমাবদ্ধ ছিল সোশ্যাল মিডিয়া ফেসবুক। পরীক্ষামূলক ভাবে চলছে ফেসবুকের রং বদলের খেলা, সব ঠিক থাকলে আগামী বছর ফেসবুকও শুরু করবে নতুন রংয়ে। নতুন ফিচারটি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের জন্য একটি রং নির্বাচন করতে পারবেন ব্যবহারকারী। সেই স্ট্যাটাস দেখতে পাবেন সব প্ল্যাটফর্ম ব্যবহারকারী।

মনের কথার সঙ্গেই মনের রঙে রাঙানো যাবে নিজের ফেসবুকের দেয়াল। মন চাইলেই বদলানো যাবে রং। বিল্পবের রঙে কখনও ফেসবুকের দেওয়াল হবে লাল, আবার মনের নীলিমায় দেওয়াল হবে নীল, সবটাই নিজের ইচ্ছে অনুযায়ী হবে। আন্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরাই ফেসবুকের এই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন।
আপাতত এটি পরীক্ষামূলকভাবে চলছে বলে অনেকে এটি এখন নাও পেতে পারেন। স্ট্যাটাসের নিচে ইনস্টাগ্রাম লোগোর মতো কয়েক রকম রঙের অপশন থাকবে। সেখান থেকে রং নির্বাচন করে রঙিন করা যাবে ট্যাটাস।