Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬:শিক্ষার্থীদের দাবির মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকেই ক্যাম্পাস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সকালে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বেলা সোয়া ১১টার দিকে অধ্যাপক ড. কবির হোসেন সাংবাদিকদের জানান, ‘আজ থেকেই ক্যাম্পাস খোলা, ক্লাস-পরীক্ষা চলবে।’
তিনি জানান, ক্যাম্পাস খুললেও এখনই কাউকে হলে থাকতে দেয়া হবে না। আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে শুধুমাত্র বৈধ ছাত্ররা হলে থাকতে পারবে।
এ সিদ্ধান্ত জানানোর পর প্রায় ২১ ঘণ্টার অবরুদ্ধদশা থেকে মুক্তি পান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমিনুল হক ভূইয়া। গতকাল বুধবার বেলা ২টা থেকে তাকে অবরুদ্ধ করে রেখেছিল শিক্ষার্থীরা।
মঙ্গলবার ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের পর হল ও বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামে। এক পর্যায়ে তারা ভিসিসহ শিক্ষকদের ভবনে ঘেরাও করে তাদের অবরুদ্ধ করে রাখে।