Thu. Sep 18th, 2025
Advertisements
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬: দূরদর্শিতায় সব সময় এক ধাপ এগিয়ে থাকা সাউথইস্ট ব্যাংক লিমিটেড গত ২২ ডিসে¤¦র ২০১৬ তারিখে সিঙ্গাইর নিউ মার্কেট, ২/২, কানসা রোড, সিঙ্গাইর, মানিকগঞ্জে ব্যাংকের ১২৬তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দেশজুড়ে ব্যাংকিং সেবার পরিধি আরো বিস্তৃত করল।

সাউথইস্ট ব্যাংক এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কো¤পানি সচিব মুহাম্মদ শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিঙ্গাইর শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সম্মানিত গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, পেশাজীবীবৃন্দ, শিক্ষাবিদ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে এবং গ্রামীন জনপদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড সব সময়, সব খানে, সবার জন্য উন্মুক্ত করেছে আধুনিক ব্যাংকিং সেবা। সাউথইস্ট ব্যাংকের এ নতুন শাখার মাধ্যমে এখন থেকে সকল প্রকার আধুনিক বাণিজ্যিক ব্যাংকিং সেবা, ইসলামিক ব্যাংকিং সেবা ও ঋণ সুবিধা প্রদান করা হবে এবং প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দ্রততার সাথে দেশে তাদের প্রিয়জনের নিকট পৌঁছে দেয়া হবে।