Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬:25
গত ১৯ ডিসেম্বর তারিখে দৈনিক জনকন্ঠ পত্রিকায় ”থ্রি-হুইলারে সয়লাব ঠাকুরগাঁও” শিরোনামে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তা দেখার পর জেলার অটোবাইক ও থ্রি-হুইলার মালিকেদের মধ্যে নিন্দার ঝড় উঠে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধায় জেলা অটোবাইক মালিক সমিতি কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা জানান, ডিজিটাল বাংলাদেশে সময়ের মূল্য অত্যাধিক বেশি।আগে রিক্সায় কোথাও যেতে যে সময় প্রয়োজন হতো এখন অতি স্বল্প সময়েই জনসাধারণ সে জায়গায় পৌছাতে পারছে। আর এটা সম্ভব হয়েছে অটোবাইক ও থ্রি-হুইলারের কারণে।আর এতে জেলায় কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে কয়েক হাজার পরিবারের। এ জেলায় অনেক বেকার যুবক ঋণ-মাহাজন করে নিজে ইজিবাইক চালিয়ে বেকারত্ব দুর করছে পাশাপাশি সংসারের হাল ধরেছে।অথচ জনকণ্ঠের প্রতিবেদনে দেখা যায় এসব যানবাহনকে অবৈধ উল্লেখ করা হয়েছে, এমনকি এসব যানবাহনে দৈনিক বৈদ্যুতিক চার্জে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয় বলে উল্লেখ করেছে। অথচ আমাদের জেলার মোট বিদ্যুৎ চাহিদা রয়েছে ১৮ মেগাওয়াট,তাহলে এটা কিভাবে সম্ভব-এ প্রশ্ন তাদের। এছাড়াও এসব যানবাহনের মালিক উঠতি ধনী লুটেরা হিসেবে উল্লেখ করা হয়। জনকন্ঠের মতো একটা জাতীয় পত্রিকা জনগণের সামনে এ ধরণের ভুল তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করায় দু:খ ও ক্ষোভ প্রকাশ করে উপস্থিত ইজিবাইক ও থ্রি-হুইলার মালিকেরা।
প্রতিবাদ সভায় ঠাকুরগাঁও জেলা অটোবাইক মালিক সমিতির সভাপতি মো: সাইফুর রহমান স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি উপস্থিত সাংবাদিকদের হাতে তুলে দেন তাঁরা।