Wed. Sep 17th, 2025
Advertisements

37kখোলা বাজার২৪, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬:নোয়াখালীতে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে ইত্তেফাক নোয়াখালী প্রতিনিধি আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

অনুষ্ঠানে ইত্তেফাক নোয়াখালী প্রতিনিধি ও নোয়াখালী প্রেসক্লাব সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ পিপিএম সেবা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, প্রবীণ রাজনীতিবিদ প্রফেসর মোহাম্মদ হানিফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্যাহ, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বকতিয়ার সিকদার।

প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে আলোচনা সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।