Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬:

SPECIAL FOR THE TORONTO STAR  PRIVATE Beverly Abotossaway of Manitoulin Islandand and her son Gabriel who is using the NeuRx artificial diaphragm that helps him breath without a respirator. THE CANADIAN PRESS
SPECIAL FOR THE TORONTO STAR PRIVATE Beverly Abotossaway of Manitoulin Islandand and her son Gabriel who is using the NeuRx artificial diaphragm that helps him breath without a respirator. THE CANADIAN PRESS

বিজ্ঞান যে গতিতে এগোচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে প্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করা ছাড়া ডাক্তারদের আর করণীয় কিছুই থাকবে বলে মনে হয় না। কেন? আচ্ছা, যদি ডিভাইসই রোগ ধরে দেয়, তা হলে ডাক্তারদের করণীয় কী-ই বা থাকতে পারে!

আন্তর্জাতিক গবেষকদের একটি দল এমনই একটি ডিভাইস বানিয়েছে, তাদের দাবি অনুযায়ী, এটি শুধু নিঃশ্বাসের গন্ধ শুঁকেই ধরে ফেলবে ১৭টি রোগ। যার মধ্যে ক্যানসার, পারকিনসনের মতো অসুখও রয়েছে। পাঁচটি দেশের মোট ৫৬জন গবেষক রয়েছেন এই দলটিতে। এই ডিভাইসে বিভিন্ন ন্যানো-রশ্মি ব্যবহার করা হয়েছে। সেই রশ্মিই নিঃশ্বাসের গন্ধের রাসায়নিক বিশ্লেষণ করে বলে দিতে পারবে অসুখটি কী।