Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬:12
রাজধানী দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আত্মসমর্পণকারী ২ নারী, ২ শিশু, আত্মঘাতী নারী জঙ্গি, নিহত কিশোর এবং পলাতক জঙ্গি মুসা ও সুমনকে আসামি করে মামলাটি করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
তিনি বলেন, রবিবার রাত ১১টার পর পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেছে।
শুক্রবার দিবাগত রাত থেকে সূর্যভিলা নামের ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে পুলিশ। শনিবার সকালে দুই শিশুকে নিয়ে বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন নিহত নব্য জেএমবির নেতা সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শীলা এবং পলাতক জঙ্গিনেতা মাইনুল ইসলাম মুসার স্ত্রী তৃষ্ণা।
দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িটির নিচতলায় শরীরে বাধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে নিহত হন এক নারী জঙ্গি। তিনি পলাতক জঙ্গি সুমনের স্ত্রী। এছাড়া বাড়ির ভেতরে নিহত হয় জঙ্গিনেতা তানভীর কাদেরীর কিশোর ছেলে আফিফ কাদেরি ওরফে আদর।
রবিবার জঙ্গি আস্তানায় ফের অভিযান চালিয়ে ১৭টি তাজা গ্রেনেড, ঐ কিশোরের লাশ, ৩টি নাইন এমএম পিস্তল, নগদ ১২ লাখ টাকাসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।