Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬:8
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ওয়াদি বারাদায় ব্যারেল বোমা হামলায় কমপক্ষে ১৪ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় সোমবার এ হামলা হয়।
কিছু মানবাধিকারকর্মী আলজাজিরাকে জানিয়েছেন, দামেস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াদি বারাদায় সিরীয় সরকারি বাহিনী বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। এতে শিশুসহ বেশ কিছু লোক আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে বিরোধী সংগঠনগুলোর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ওয়াদি বারাদায় হামলা জোরদার করেছে সিরীয় সরকার।
স্বেচ্ছাসেবীদের সংগঠন দ্য হোয়াইট হেলমেটসের পক্ষ থেকে জানানো হয়, সরকারি বাহিনীর ভারী গোলাবর্ষণের পর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে বহু লোক।
ব্যারেল বোমা হলো এক ধরনের বিস্ফোরক দ্রব্য, যা ব্যবহার করে সিরীয় সরকার হাজার হাজার বেসামরিক নাগরিক হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাধারণত বড় তেলের ড্রাম দিয়ে এ বোমা তৈরি হয়। এগুলো বিস্ফোরকে ভর্তি থাকে।