Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬:11
বিশ্বের সবচেয়ে বেশি তাপ প্রতিরোধী বস্তুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। দীর্ঘ গবেষণার পর এই বস্তু উদ্ভাবন করেছেন ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের গবেষকরা।

নতুন এই পদার্থ প্রায় ৪ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও অবিকৃত থাকে বলে দাবি তাদের।
বিশ্বের সমস্ত তাপ প্রতিরোধী পদার্থই কোনো না কোনো ধাতুর কার্বাইড যৌগ। ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ম্যাজিক দেখায় কার্বন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। গবেষকরা ট্যান্টালাম নামে এটি ধাতুর কারবাইড যৌগের (ঞধঈ) সঙ্গে হাফনিয়াম নামে আরেকটি ধাতুর কার্বাইড মিশিয়ে তৈরি করেছেন নতুন এক পদার্থ, যা ৩,৯০৫ ডিগ্রি সেলসিয়াস তামপামাত্রেতেও গলে না।
নতুন এই পদার্থ হাইপারসনিক মহাকাশযানের তাপবর্ম তৈরি করতে কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। তবে সমস্যা একটাই, ট্যান্টালাম ও হাফনিয়াম পৃথিবীতে পাওয়া যায় খুব কম।