Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: 14সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট সমর্থন দিচ্ছে এবং এ বিষয়ে তার কাছে প্রমাণ আছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ।

তিনি আরো অভিযোগ করেছেন যে মার্কিন নেতৃত্বাধীন জোট কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজে-কেও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। রাজধানী আঙ্কারায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেছেন।
তিনি বলেন, ‘আইএসকে সমর্থন দেওয়ার জন্য তারা আমাদেরকে দায়ী করছিল কিন্তু তারাই এখন আইএস এবং ওয়াইপিজে গেরিলাদেরকে সমর্থন দিচ্ছে। এটা খুবই পরিষ্কার বিষয়, আমাদের কাছে এ বিষয়ে ছবি এবং ভিডিও’র নিশ্চিত প্রমাণ আছে।’
এর আগে সোমবার এরদোগান আইএস ও কুর্দি গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সহযোগিতা দিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আল-বাব শহরে আমরা যে লড়াই করছি তাতে বিমান সহযোগিতা দিয়ে আন্তর্জাতিক জোটের দায়িত্ব পালন করা উচিত।’
এছাড়া, এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রয়োজনীয় সমর্থন না দেয়া গ্রহণযোগ্য নয়।