Sat. Sep 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: 48সারা দেশের ন্যায় জামালপুরে জেলা পরিষদ নির্বাচনে সুন্দর ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহম্মদ চৌধুরী বেসরকারীভাবে জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জামালপুর জেলার ৭টি উপজেলার ৬টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়নের সর্বমোট ৯৮৭ জন প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।
জামালপুরে জেলা পরিষদ নির্বাচনে ৬০২ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক চৌধুরী (আনারস প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামী লীগের জাহিদ আনোয়ার (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৭৩ ভোট।
নির্বাচনে জেলার ১৫টি কেন্দ্রের ৩০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করেন।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এ তথ্য নিশ্চিত করেছেন।