Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: 62রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ জেএমবির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। থার্টি ফার্স্ট নাইটে রাজধানীতে তাদের হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ রিয়াজ ওরফে রাকিব, মোঃ আবুবিন সাঈম ওরফে বাপ্পি ওরফে অপু, কাজী আব্দুল্লাহ আল ওসমান ওরফে আহসান, মোঃ সোহাগ, মোঃ মামুন ওরফে হিমেল।
বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পুরাতন জেএমবি সংগঠনের সক্রিয় সদস্য। তারা রাজধানীতে থার্টি ফাস্ট নাইটে নাশকতার পরিকল্পনা নিয়ে বিস্ফোরক সংগ্রহ করেছিল।
গ্রেফতারকৃতদের কাছ থেকে আনুমানিক ৩০ কেজি বিভিন্ন প্রকার তরল এবং পাউডার জাতীয় বিস্ফোরক পদার্থ, বোমা তৈরির বৈদ্যুতিক সরঞ্জামজহ যন্ত্রপাতি ও বই উদ্ধার করা হয়েছে।