Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: 70বাজারে এসে গিয়েছে সবচেয়ে কমদামি ল্যাপটপ। মাত্র ৯ হাজার ৯৯৯ টাকায় ল্যাপটপ দিচ্ছে আরডিপি নামক এই সংস্থা। গত বুধবারেই লঞ্চ করে গিয়েছে এই ল্যাপটপ। এবার শুধু বাজারে আসাবার অপেক্ষায় আছে।

১৪.১ ইঞ্চির স্ক্রিনের এই ল্যাপটপে চলে ডরহফড়ংি ১০। কোম্পানির দাবি এটি হল ভারতের সবথেকে কমদামী ল্যাপটপ। সংস্থা জানিয়েছে তাদের এই ডিভাইসটি বানাতে সাহায্য করেছে মাইক্রোসফট ও ইন্টেল।
মাত্র ১.৪ কেজি ওজনের এই ল্যাপটপে আছে ৪ টি পড়ৎবং, ৪টি ঃযৎবধফং, ১.৪৪ গিগা হার্জ বেস ক্লক, ১.৮ গিগা হার্জ টার্বো ক্লক ও ২ মেগা বাইট ক্যাশ।
ল্যাপটপে থাকছে ২ জিবি র্যাফম ও ৩২ জিবি মেমরি, এক্সপ্যান্ডেবল মেমরি ১২৮ জিবি। এছাড়াও স্বল্প মূল্যের এই ল্যাপটপে দেওয়া হয়েছে ১০০০০ সঅয খর-চড়ষরসবৎ ব্যটারি। সংস্থার দাবি বিনা চার্জে প্রায় সাড়ে ৮ ঘণ্টা চলবে এই ল্যাপটপ।