Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬: 85পৃথিবীর ধনী ১০ অভিনেতার একজন বলিউডের বাদশা শাহরুখ খান। তার মোট সম্পত্তিমূল্য ৬০০ মিলিয়ন ডলার। কিন্তু তার জীবনের শুরু হয়েছে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে। অনেক কাঠখড় পুড়িয়ে তাকে এই জায়গায় পৌঁছতে হয়েছে।

সম্প্রতি একটি শিশু-কিশোরদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে নিজের শৈশবের স্মৃতিচারণ করেন শাহরুখ। সেখানে তিনি তার ছেলেবেলার দু’টি গোপন কথা শেয়ার করেন সবার সঙ্গে।
শাহরুখ বলেন, ছোটবেলায় তিনি কমিকস পড়তে খুব ভালবাসতেন। কিন্তু নতুন নতুন কমিকস বই কেনার জন্য পর্যাপ্ত টাকা থাকত না তার। তাই তিনি মাঝে-মধ্যেই আত্মীয়-বন্ধুদের থেকে টাকা ধার করে কমিকস কিনতেন।
তিনি বলেন, ‘আমার বাবা একজন উচ্চশিক্ষিত মানুষ ছিলেন। কিন্তু তার টাকাপয়সা বেশি ছিল না। তিনি কখনও চাকরি পাননি। এত শিক্ষিত হওয়া সত্ত্বেও যে ব্যবসা তিনি শুরু করেন, তার একটাও দাঁড়ায়নি। কিন্তু তিনি আমাকে অনেক আদর-ভালবাসা দিয়েছেন। যেহেতু জন্মদিনে কিছু কিনে দেয়ার মতো টাকা থাকত না তার কাছে। তিনি প্রতিবার তার নিজের এমন কোনও জিনিস আমাকে উপহার হিসেবে দিতেন যার মাধ্যমে আমি কিছু শিখতে পারি।’
ওই অনুষ্ঠানে শাহরুখ আরও বলেন, ছোটবেলায় তিনি ভাবতেন কত তাড়াতাড়ি বড় হবেন আর এখন বড়বেলায় এসে আপসোস করেন, কেন এত তাড়াতাড়ি ছোটবেলাটা কেটে গেল।