খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্রীদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী ‘গ্রেস হপার গার্লস প্রোগ্রামিং ট্রেনিং ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে পুরস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে নোবিপ্রবি তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগ (আইসিই) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আয়োজিত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান প্রোগ্রামিং কনটেস্টে বিজয়ী ৫ প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন এবং ক্যাম্পে অংশ্রহণকারী বাকি ৪১ ছাত্রীর মাঝে সনদ বিতরণ করেন।
অনুষ্ঠানে আইসিই বিভাগের চেয়ারম্যান ড. আশিকুর রাহমান খানের সভাপপিত্বে আইসিই বিভাগের সহকারী অধ্যাপক জারিদ-উস-সালেহীন, মো.সাইফুর রহমমান, প্রভাষক কে এম আসলাম উদ্দিন, মোহাম্মদ আমজাদ হোসেন, মো. মাসুদুর রহমান ও সুলতানা জাহান সহেলী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ছাত্রীদের মাঝে প্রোগ্রামিংকে জনপ্রিয় করার পাশাপাশি তাদের দক্ষতার উন্নয়নে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ প্রোগ্রামিং ট্রেনিং ক্যাম্পের আয়োজন করে থাকে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহায়তায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিই বিভাগের উদ্যোগে গত ২৭ ডিসেম্বর ১৬ থেকে নোবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী এ ট্রেনিং ক্যাম্প শুরু হয়।