Mon. Sep 15th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬:  66 নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সরব অংশগ্রহন করে সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বেগমগঞ্জ উপজেলা স্ট্রেডিয়ামে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফরিদা খানম।

অনুষ্ঠানের অতিথিরা সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজের বিজয়ী, রানারআপ ও অংশগ্রহনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, বেগমগঞ্জ উপজেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজের বিভিন্ন ইভেন্টে ২৫জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে ব্যাডমিন্টন দ্বৈত প্রতিযোগিতায় রাখি ও তুলি চ্যাম্পিয়ন, ভলিবল (ছাত্র) রানারআপ সহ মোট ১৮টি পুরস্কার অর্জন করে।

বিকাল ৪টায় বিজয়ী, রানারআপ ও অংশগ্রহনকারী শিক্ষার্থীরা সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জে.টি ফেরদৌসের নিকট তাদের অর্জিত পুরস্কার হস্তান্তর করে।