খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬: নতুন বছরের ফেব্র“য়ারিতে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জগতে পা রাখছে জনপ্রিয় হ্যান্ডসেট নির্মাতা নকিয়া। প্রযুক্তিপণ্যের ওই মহোৎসবে প্রতিষ্ঠানটির অ্যান্ড্রয়েড স্মার্টফোন ডি১সি উন্মোচন করবে এইচএমডি গ্লোবাল। ওই ফোনটি ছাড়াও নতুন বছরে আরও চারটি ফোন বাজারে ছাড়বে নকিয়ার হ্যান্ডসেট তৈরির দায়িত্ব পাওয়া ফিনল্যান্ডের ওই প্রতিষ্ঠান।
ডিজিট ডটইন এর খবর বলছে, গুগল যেমন তাদের হ্যান্ডসেটের হার্ডওয়্যার অন্য সংস্থাকে দিয়ে তৈরি করিয়ে বাজারে এনেছিল তেমনি নকিয়াও এইচএমডি গ্লোবালের মাধ্যমে নিজেদের ডিভাইস বাজারে আনতে যাচ্ছে। এর মধ্যে বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ডি১সি উন্মোচন করবে এইচএমডি গ্লোবাল।
এছাড়াও ২০১৭ সালের দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে আরও চারটি নতুন স্মার্টফোন আনবে এইচএমডি গ্লোবাল।
সূত্র বলছে, নকিয়া ডি১সি-এর একাধিক ফিচার ফাঁস হয়েছে টুইটারে। বাজারে আসবে মডেলটির দু’টি সংস্করণ। ডিসপ্লে, ক্যামেরা ও স্টোরেজের ভিত্তিতে দাম ভিন্ন ভিন্ন হবে।
সূত্রের দাবি, নকিয়া ডি১সি-এর স্ক্রিন হতে পারে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে। রেজ্যুলেশন হবে ফুল এইএচডি। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে ২ জিবি র্যাম থাকতে পারে। ডিসপ্লে প্ল্যানেলে ব্যবহৃত হতে পারে এলজি-র ডিসপ্লে।