Mon. Sep 15th, 2025
Advertisements

9kখোলা বাজার২৪, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬: সংখ্যালঘু জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষা এবং সম-অধিকার ও সম-মর্যদা নিশ্চিত করার লক্ষে গত ৪ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গৃহীত ৭ দফা দাবি বাস্তবায়নে ময়মনসিংহে অবস্থান ধর্মঘট।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায়, সহ-সভাপতি তপন সাহা চৌধুরী, সাধারন সম্পাদক স্বপন সরকার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মানিক সাহা, প্রদীপ চক্রবর্তী রনুসহ প্রমূখ।

অবিলম্বে তাদের দাবি মেনে নেয়া না হলে অবস্থান ধর্মঘট থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারীদেন বক্তারা।