Tue. Sep 16th, 2025
Advertisements

13kখোলা বাজার২৪, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬: খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
এতে তিনি অক্ষত থাকলেও গুলিতে এক নারী পথচারী নিহত হয়েছেন।
শনিবার সকালে নগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম শিপ্রা রানী কুণ্ডু (৪৫)। তার স্বামীর নাম চিত্তরঞ্জন কুণ্ডু। তিনি নগরীর শীতলাবাড়ি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আওয়ামী লীগ নেতা মাহমুদ রিকশা করে যাচ্ছিলেন। সাতরাস্তা মোড়ে রিকশা পৌঁছার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
তবে তার শরীরের কোথাও গুলি লাগেনি। এ সময় এক পথচারী নারী গুলিতে আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে খুলনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম।
ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দোষীদের ধরতে অভিযান শুরু হয়েছে।