খোলা বাজার২৪, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনে শনিবার সকালে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্তে উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের সভাপতি আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ মাহমুদ, , ৫নং ওয়ার্ড মেম্বার মোবারক আলী, সমাজ সেবক খলিলুর রহমান, মধু সুধন, আমিনুল ইসলাম লতা, , হারুন অর-রশিদ, খসরু মেলেটারি, সাইফুল ইসলাম মিন্টু , মহির উদ্দিন প্রমুখ। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে ৫২ জন শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়েছে। এ সময় শিক্ষক/শিক্ষিকা ও প্রায় ৩ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।