Tue. Sep 16th, 2025
Advertisements

48খোলা বাজার২৪, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬: গাইবান্ধায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ফটো ও ভিডিও সাংবাদিকদের শনিবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কাজের মান বৃদ্ধি ও পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে ‘ফটো অ্যান্ড ভিডিও জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন’ নামে ১২ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যরা হচ্ছেন, প্রধান উপদেষ্টা উত্তম সরকার (আজকালের খবর), সভাপতি কুদ্দুস আলম (ফোকাস বাংলা), সহ-সভাপতি মো. ফয়সাল রহমান জনি (সাপ্তাহিক অবিরাম), শেখ হুমায়ুন হক্কানী (আজকের জনগণ), সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম (সময় টিভি), সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ (স্টার মেইল), সাংগঠনিক সম্পাদক নুর আলম আকন্দ রিপন (বাংলা ভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম বিল্লাহ (জনসংকেত), দপ্তর সম্পাদক ফিরোজ কবির মিলন (মোহনা টিভি), কোষাধ্যক্ষ আব্দুল হাই খাজা (দ্য ইকোনমিক পোষ্ট), সদস্য আতিকুর রহমান আতিক (স্বাধীন বাংলা), ময়নুল ইসলাম (চলমান জবাব), শাহাদৎ হোসেন মিশুক (ইন্ডিপেনডেন্ট টিভি)।