Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ১ জানুয়ারি ২০১৭: 14আপনার ফেসবুক ওয়ালে কে বা কারা ঢুঁ মেরেছে তা জানা খুব একটা সহজ নয়। খুব কঠিনও নয়। কিন্তু এ নিয়ে আগ্রহ আছে অনেকের।

প্রায় সবারই চেষ্ঠা থাকে, নিজের ফেসবুক প্রোফাইলকে যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলার। কিন্তু সত্যিই প্রোফাইলের প্রতি কারা আকৃষ্ট হচ্ছেন, অথবা কারা আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করছেন, কারাই বা নজর রাখছেন আপনার প্রোফাইল এবং পোস্টের উপর, তা জানার কোনো অপশন সাধারণভাবে ফেসবুক আপনাকে দেয় না। তা বলে এই কৌতূহল মেটানো অসম্ভব নয়। সহজ কৌশলে আপনি জেনে নিতে পারেন, কারা আপনার ফেসবুক প্রোফাইলের ভিজিটর। জেনে নিন, কীভাবে কার্যকর হবে সেই কৌশল—
১. প্রথমে কোনো কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজার খুলুন। ফেসবুকে লগ ইন করুন।
২. তার পর ডান দিকের উপরের কোনায় যে লম্বালম্বি যে তিনটি ডট চিহ্ন থাকে সেখানে ক্লিক করুন। অনেকগুলো অপশন খুলে যাবে। তার মধ্যে ‘সেটিংস’ সিলেক্ট করুন।
৩. বাঁ দিকে উপরের দিকে ‘এক্সটেনশন’ নামের অপশনটি সিলেক্ট করুন। তার পর ক্লিক করুন ‘গেট মোর এক্সটেনশনস’ অপশনটি।
৪. সার্চ বক্সে গিয়ে সার্চ করুন ‘ফ্ল্যাটবুক’ (ঋষধঃনড়ড়শ). পেয়ে যাবেন ফ্ল্যাটবুক এক্সটেনশন।
৫. এক্সটেনশনের নামটির পাশে দেখবেন ‘অ্যাড টু ক্রোম’ বলে একটি অপশন রয়েছে। সেটি সিলেক্ট করুন। এতে ওই এক্সটেনশন আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে যাবে।
৬. এবার নিজের ফেসবুক অ্যাকাউন্টটি রিফ্রেশ করুন বা নতুন করে ওপেন করুন। একটু অন্য চেহারায় বা থিমে ফেসবুক পেজটি খুলে যাবে।
৭. এই পেজেই ডান পাশের প্যানেলে ‘প্রোফাইল ভিজিটর’ বলে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই আপনার কোন কোন বন্ধু আপনার প্রোফাইল ভিজিট করেছেন তাঁদের নামের লিস্ট পেয়ে যাবেন।