খোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭: নানা আয়োজনে চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সংগঠনের গৌরবময় এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নানান কর্মসূচির মধ্যে পালন করছে মহানগরী , উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদল।
দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন পুস্পস্তবক অপর্ণ, র্যালী আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে শনিবার দিনভর কর্মসূচি পালন করা হয়।
ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে বিকালে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী পরবর্তীতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি ড. শাহাদাদ হোসেন বলেন, দেশে ক্রান্তিকাল চলছে। দেশের এই ক্রান্তিকালে দেশের মানুষকে বাঁচানোর জন্য, মানবাধিকার রক্ষার জন্য, দেশের মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য এই সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের কোন বিকল্প নেই।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি, সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ফৌজুল ইসলাম ফজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। এছাড়া জেলা ছাত্রদলের উদ্যোগে নাসিমন ভবনস্থ চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে সকাল ১০ টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ শহীদুল আলম শহীদ।
সকাল সাড়ে ১১টায় কেক কেটে ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি নাসিমন ভবনস্থ মহানগর দলীয় কার্যালয় হতে লাভ লেইন মোড় হয়ে পুনরায় নাসিমন ভবনে এসে শেষ হয়।
এদিকে ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে রাঙ্গুনিয়াস্থ জিয়ানগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে পুস্পস্তর্বক দিয়ে শ্রদ্ধাঞ্জলি শেষে মোনাজাত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আনসুর উদ্দিন, সহ সভাপতি এস এম মাহবুবুল আলম শিমুল, এস এম আজিজ উল্লাহ, ওমর শরীফ, আজম উদ্দিন, যুগ্ম সম্পাদক কাজী মো: সেলিম উদ্দিন, এন এ বাবুল, সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, সহ সাংগঠনিক সম্পাদক সুজা-উদ-দৌলা সজীব, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খান সহ বিভিন্ন উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ।