Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭:  59২০১৭ সালের মহাকাশ হতে যাচ্ছে অনেকটাই আলাদা। এই জানুয়ারি থেকেই শুরু হচ্ছে এই মহাযজ্ঞের সূচনা। চলুন জেনে নেই যে ৮টি কারণে ২০১৭ সালের মহাকাশ হতে যাচ্ছে রোমাঞ্চকর।

কোয়াডরেন্টিড উল্কা বৃষ্টি
নতুন বছরের শুরুটা হবে উল্কা বৃষ্টির মধ্য দিয়ে। ৩ থেকে ৪ জানুয়ারি দেখতে পাবেন কোয়াডরেন্টিড উল্কা বৃষ্টি। উত্তর গোলার্ধের কাছের মানুষেরা এটার সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নতুন চাঁদের অল্প আলো এই কোয়াডরেন্টিড উল্কা বৃষ্টি দেখার জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে। আশা করা যাচ্ছে, প্রতি ঘণ্টায় ১০০ থেকে ১২০ টা উল্কা দেখতে পাওয়া যাবে।
বৃহস্পতি গ্রহে নাসার অভিযান
আমাদের সৌর জগতের অন্যতম ভয়ংকর জায়গায় যাওয়া এটা আশা করা যেতেই পারে। তবে ৩৭ বার এই কাজ করা অসম্ভব বলেই মনে হয়। কিন্তু এই কাজটিই করবে নাসার জুনো প্রোজেক্ট। আর এটা ঘটবে ২০১৭ সালেই। যার অংশ হিসেবে ইতিমধ্যে নাসার মহাকাশযান বৃহস্পতি গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে।
স্পেস এক্স এর পরীক্ষামূলক উৎক্ষেপণ
স্পেস এক্স ২০১৬ সালেই ইতিহাস তৈরি করেছে তাদের প্রথম ধাপের রকেট ফ্যালকন ৯ এর মাধ্যমে স্যাটেলাইট মহাকাশে স্থাপনের পর তা ভূমিতে অবতরণের মাধ্যমে। যদি স্পেস এক্স রকেট পুণরায় ব্যবহারযোগ্য করতে পারে তবে তা হবে বিশাল সফলতা। আর এই পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে ২০১৭ সালেই।
গ্রেট আমেরিকান সূর্যগ্রহণ
পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটবে ২০১৭ সালের ২১ আগস্ট। তবে এটি শুধু দেখা যাবে আমেরিকান উপমহাদেশে। এজন্য নাসা সম্পূর্ণ সঠিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এর মডেল তৈরি করেছে। সাধারণত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খুব অল্প এলাকা থেকে দেখা গেলেও এবারের সূর্যগ্রহণ আমেরিকার প্রায় সব এলাকা থেকে দেখা যাবে।
টেস এর উৎক্ষেপণ
২০১৭ সালেই নাসা তাদের টেস (ঞঊঝঝ-ঞৎধহংরঃরহম ঊীড়ঢ়ষধহবঃ ঝঁৎাবু ঝধঃবষষরঃব) এর মিশন শুরু করবে। আকাশ জুড়ে ২ লাখ উজ্জ্বল নক্ষত্রকে লক্ষ্য করে আশা করা হচ্ছে, টেস পৃথিবীর আকারের প্রায় ৫০০টি গ্রহ খুঁজে পাবে।
চাঁদে চীনের মিশন
চীন তাদের মহাকাশ গবেষণা নিয়ে অনেক দূর এগিয়েছে। তারই অংশ হিসেবে ২০১৭ সালে তাদের মানুষবিহীন যান চেঞ্জ ৫ উৎক্ষেপণ করবে। আশা করা হচ্ছে, এটা চাঁদের বুক থেকে ২ কেজি চাঁদের মাটি সংগ্রহ করবে।
ক্যাসিনি পর্বের সমাপ্তি
ক্যাসিনি-হাইগেন্স তিনটি মহাকাশ সংস্থার (মার্কিন মহাকাশ সংস্থা, ইউরোপিয়ান মহাকাশ সংস্থা, ইটালিয়ান মহাকাশ সংস্থা) যৌথ উদ্যোগে প্রেরিত একটি বেনামী মহাশূন্য অভিযান, যার মূল লক্ষ্য হচ্ছে শনি গ্রহ এবং এর উপগ্রহগুলো নিয়ে বিস্তর গবেষণা কাজ চালানো। ১৯৯৭ সালে মার্কিন, ইউরোপিয়ান, ইটালিয়ান মহাকাশ সংস্থার যৌথ প্রচেষ্টায় প্রেরণ করা হয়। ক্যাসিনি অরবিটার এবং হাইগেন্স ল্যান্ডার হিসেবে কাজ করে। ২০১৭ সালে ক্যাসিনি তার অভিযানের ইতি টানবে।
জেমিনাইডস উল্কা বৃষ্টি
২০১৭ সালের ১৪ ডিসেম্বর জেমিনাইড উল্কা বৃষ্টি দেখার সম্ভাবনা আছে। এটা পৃথিবীর প্রায় সব জায়গা থেকে দেখা যাবে। সব মিলিয়ে বলা চলে ২০১৭ সাল বিভিন্ন মহাকাশ মিশন এবং ইভেন্ট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।