Sun. Sep 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭: 69বই মানুষের সবচেয়ে বড় বন্ধু, গুণগত শিক্ষা উন্নত জীবন শ্লোগানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নীলফামারীর ডিমলা উপজেলার অডিটরিয়াম হল রুমে উক্ত উপদেষ্টা কমিটি, প্রতিষ্ঠান প্রধান ও সংগঠকের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তৃতা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ তরিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মোঃ মারুফ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক ও উপজেলা সম্বনয়কারী মোঃ বুলবুল আহম্মেদ বুলু ডিমলা রানী বৃন্দারানী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হানিফ সরকার, বালিকা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিয়াজুল হক, ,রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাদশা সেকেন্দার ভূট্ট, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রেজা। এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। বক্তব্যে বক্তারা বলেন, উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্যাভাস গড়ে তুলতে হবে। এ জন্য আমাদের (শিক্ষক) কেই সব চেয়ে বেশী ভূমিকা নিতে হবে। এ পাঠ্যাভাস গড়ে তুলতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠিানে লাইব্রেরী থাকতেই হবে। কারন প্রতিষ্ঠানে লাইব্রেরী ছাড়া ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্যাভাস গড়ে তুলা একটু কঠিন কাজ। এছাড়াও শিক্ষক-শিক্ষকাবৃন্দরা ভূমিকা নিয়েও লাইব্রেরী স্থাপন করতে পারেন বলেও বক্তারা উল্লেখ করেন।