খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭: বিকাশমান বাজারের জন্য ‘লেনোভো পি২’ নামের একটি স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে লেনোভো। এতে থাকবে ৫১০০ মিলি-অ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) ব্যাটারি, যা ইচ্ছেমতো ডিভাইসটি ব্যবহারের পরও চার্জ ফুরাতে দেবে না।
প্রথমে ফোনটি ভারতের বাজারে উন্মোচন করা হবে। একে দীর্ঘস্থায়ী ব্যাটারির ‘পাওয়ার-হাউজ’ বলে দাবি করেছে লেনোভো ইন্ডিয়া।
লেনোভো ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, নিন্মমানের ব্যাটারির ফোনের কারণে প্রায়শই কি আপনি দূর-যাত্রায় বিপাকে পড়েন? ভয় নেই, শিগগির আসছে পাওয়ার-হাউজ, যা দূর-যাত্রায় সঙ্গী হবে অনায়াসে।
আইএফএ-২০১৬ -তে প্রথম উন্মোচিত লেনোভো পি২-তে থাকছে ৫.৫ ইঞ্চির সম্পূর্ণ এইচডি অ্যামোলিড ডিসপ্লে, কোয়ালকম ৬২৫ এসওসি, ৩ ও ৪ জিবির এলপিডিডিআর৩ র্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমরি যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো, দুই সিম ব্যবহারের সুবিধা ইত্যাদি।
শ্যাম্পেইন গোল্ড ও গ্রাফাইট গ্রে কালারের ফোনটি বাজারে আসলে বাংলাদেশি মুদ্রায় দাম পড়তে পারে ২৮ হাজার ৫০০ টাকা।