খোলা বাজার২৪, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭: সাঁইত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়ের সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ১২ থেকে ১৬ ফেব্র“য়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে বলে বুধবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষাসূচি পরে জানাবে পিএসসি।
গত ৩০ সেপ্টেম্বর এ বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ আট হাজার ৫২৩ জন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর ৫০ শতাংশ। লিখিত পরীক্ষায় প্রার্থী কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে তিনি ওই বিষয়ে কোন নম্বর পাননি বলে গণ্য হবে।
পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে বই, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ্য মোবাইল ফোন, ক্যালকুলেটর বা যে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্র“য়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।