Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭: 79সম্প্রতি গবেষকরা মানব শরীরের ভেতরে একটি নতুন অঙ্গ আবিষ্কার করেছেন। যেটা মানবদেহের পরিপাকতন্ত্রের মধ্যে অদৃশ্য অবস্থায় ছিল। এই নতুন অঙ্গের গঠন সম্পর্কে জানা গেলেও এর কার্যক্রম স্পষ্ট নয়। পেটের ও পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ নির্ণয়ে এবং চিকিৎসার ক্ষেত্রে এ আবিষ্কারটি কাজে লাগবে বলে মনে করছেন গবেষকরা।

ধারণা করা হত, মেসেনটারি হিসেবে পরিচিত নতুন এই অঙ্গটি পরিপাকতন্ত্রের মধ্যে খণ্ডিত অবস্থায় ও পৃথক কাঠামোয় তৈরি। তবে সাম্প্রতিক এক গবেষণায় এটাকে ধারাবাহিক অঙ্গ হিসেবেই দেখানো হয়েছে।
ঞযব খধহপবঃ এধংঃৎড়বহঃবৎড়ষড়মু ্ ঐবঢ়ধঃড়ষড়মু নামে এক গবেষণাপত্রে এটাকে নতুন অঙ্গ হিসেবে তুলে ধরা হয়েছে। সেখানে এটাকে নতুন অঙ্গ হিসেবেও স্বীকৃতি দিয়েছে।
মেসেনটারি একটি স্বতন্ত্র অঙ্গ এই বিষয়টি সর্বপ্রথম জে ক্যালভিন কফেই নামে আয়ারল্যান্ডের এক গবেষক আবিষ্কার করেছেন।
তিনি বলেন, গবেষণাপত্রে মেসেনটারিকে মূল্যায়ণ করার ফলে আমরা এখন থেকে বলতে পারব আমাদের শরীরে আরেকটি অঙ্গ আছে। গত ১০০ বছর ধরে শরীরবিদ্যা সম্পর্কে যেটা জেনে এসেছিলাম তা ভুল প্রমাণিত হয়েছে। এই অঙ্গটি খণ্ডিত ও জটিল নয়। এটি ধারাবাহিক কাঠামোর অঙ্গ।